পৌরসভার নাম রামগতি পৌরসভা। স্থাপিত ২০০০ইং। শ্রেণী খ উপজেলা রামগতি। জেলা লক্ষীপুর। বিভাগ চট্টগ্রাম নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর -৪(রামগতি-কমলনগর)। সীমানা পূর্ব – উত্তরে চর আলগী ইউনিয়ন ও চর বাদাম ইউনিয়নের অংশ বিশেষ, পশ্চিমে- চর বাদাম ও আলেকজান্ডার ইউনিয়নের অংশ বিশেষ, দক্ষিণে- আলেকজান্ডার ইউনিয়নের অংশ। সড়ক/রাস্তার পরিমাণ (কিঃমিঃ)- ৪১.৮৮৬কিঃমিঃ কাঁচা- ২৫.৮৮৬কিঃমিঃ, সলিং- ১৬ কিঃমিঃ ড্রেইন-২২ কিঃমিঃ কাঁচা-১৬কিঃমিঃ পাকা- ০৬কিঃমিঃ জেলা সদর হতে দূরত্ব ৪০ কিঃমিঃ আয়তন ১১.৮১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৪০,২৯৩ জন। পুরুষ ২১০০০ জন। মহিলা ১৯,২৯৩জন। লোক সংখ্যার ঘনত্ব ৩৪১২ (প্রতি বর্গ কিলোমিটারে)। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০% ওয়ার্ড ৯ টি। হোল্ডিং সরকারি ৪২ টি। (এসেসমেন্ট-২০২০-২০২১) বেসরকারি ৬৮২০ টি। (এসেসমেন্ট-২০২০-২০২১) ট্রেড লাইসেন্স ১২১৪ টি। প্রোপার্টি ০৬ টি। প্রত্যয়নপত্র সমূহ ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, জাতীয়তা সনদ, আয়ের সনদ, বিবাহীত সনদ, অবিবাহীত সনদ, পুনঃ বিবাহ সনদ, ভূমিহীন সনদ, নদী ভাঙ্গা সনদ। পৌরসভার ই-মেইল ramgatipourashova@gmail.com মসজিদ ৪৯ টি। মন্দির ৮ টি। নদ-নদী ১ টি (মেঘনা)। হাট-বাজার ৩ টি। সরকারী হাসপাতাল (৩১ শষ্যা) ১ টি। কমিউনিটি ক্লিনিক ১ টি। প্রাইভেট ক্লিনিক ৫ টি। কেজি স্কুল ৩ টি। আবাসিক হোটেল ৩ টি। বরফ মিল ৬ টি। খাবার হোটেল ৩০ টি।