কর আদায় শাখা

কর আদায় শাখার কাজঃ

কর আদায় শাখা রামগতি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ শাখা। উক্ত শাখা দ্বারা রামগতি পৌরসভার কর ধার্য ও আদায়ের জন্য নিন্মিলিখিত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

*হোল্ডিং ট্যাক্স

*বিজ্ঞাপন কর

*বিভিন্ন মেলা প্রদর্শনী কর

*বাস টার্মিনাল ইজারা

*খেয়াঘাট ইজারা

*শৌচাগার ইজারা

*সিনেমা কর

হোল্ডিং ট্যাক্সঃ রামগতি পৌরসভায় বর্তমানে ০৯টি ওয়ার্ড বিদ্যমান রয়েছে। ০৯টি ওয়ার্ডে প্রতি অর্থবছরে হোল্ডিং ট্যাক্সের ৪ কিস্তিতে কম্পিউটাররাইজড বিল যথা সময়ে করদাতা গনের নিকট বিতরণ করা এবং অনাদায়ী করদাতা গণকে যথারীতি পর্যায়ক্রমে বিল ও দাবীর নোটিশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন করঃ রামগতি পৌরসভা এলাকায় বিজ্ঞাপনী বিলবোর্ড, ইউনিপোল ইত্যাদি স্থাপনে পৌরসভার পূর্ব অনুমোদন গ্রহণ পূর্বক মডেল ট্যাক্স সিডিউলের নির্ধারিত ফি জমা করে অনুমতি প্রদান করা হয়ে থাকে।

মেলা ও প্রদর্শনীঃ করঃ রামগতি পৌরসভা এলাকায় মেলা বা প্রদর্শনী করতে হলে পৌরসভার পূর্ব অনুমতি গ্রহণ করতে হয়। মেলা বা প্রদর্শনীর প্রবেশ মূল্যের উপর ১০% হারে কর আদায় করা হয়ে থাকে।

বাস টার্মিনাল ইজারাঃবাস টার্মিনাল সমূহ প্রতি আর্থিক বছর ১ জুলাই হতে ৩০ জুন মেয়াদ এর জন্য দরপত্র আহবান করে ইজারা প্রদান করা হয়ে থাকে।

খেয়াঘাট ইজারাঃ বাংলা সন ভিওিক পহেলা বৈশাখ হতে ৩০শে চৈএ মেয়াদের জন্য দরপত্র আহবানের মাধ্যমে খেয়াঘাট সমূহ ইজারা প্রদান করা হয়ে থাকে।

শৌচাগারঃ আর্থিক বছর ১ জুলাই হতে ৩০ জুন মেয়াদে দরপত্র আহবানের মাধ্যমে শৌচাগার সমূহ ইজারা প্রদান করা হয়ে থাকে।

সিনেমা করঃ রামগতি পৌরসভা এলাকায় সিনেমা হল হতে প্রবেশ মূল্যের উপর ১৫% হারে সিনেমা কর অত্র শাখা আদায় করে থাকে।

প্রশাসন বিভাগের এসেসমেন্ট,কর আদায় ও নিধারণ  শাখা
ক্রঃ নংসেবাসমূহ সেবা সরবরাহ/ সেবা প্রাপ্তির প্রক্রিয়াসেবার মূল্যসময়সীমাদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১.হোল্ডিং নম্বর প্রদানমেয়র মহোদয় বরাবর আবেদন।বিনামূল্যে১০দিনের মধ্যে  কর নির্ধারক ও কর আদায়কারী  
২.হোল্ডিং নাম পরিবর্তনপ্রক্রিয়াধীন
৩.হোল্ডিং কর পৃথকীকরণ
৪.করআদায় সংক্রান্ত সকল তথ্যপৌর  বিধি অনুযায়ী নির্ধারিত মূল্যেতাৎক্ষণিক

১। সহকারী কর আদায়কারী পৌর কর আদায়ের বিল বহি জারীকরণ কাজে কর আদায়কারীকে সার্বিক সহায়তা প্রদান করবেন।

২। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন  করতে সচেষ্ট থাকবেন।

৩। বার্ষিক অডিটের জন্য তিনি পৌরসভার সকল প্রকার কর আদায়ের হিসাব নিকাশ প্রস্তুত করবেন।

৪। তিনি কর আদায় শাখার সকল নথিপত্র কর আদায়কারীর নিকট উপস্থাপন করবেন।

৬। তিনি কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

যোগাযোগঃ মোঃ হুমায়ুন, কর আদায়কারী, মোবাইল: ০১৭১৭-৬৪৪৭৬৪

নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন
betseru https://mismaarif18.sch.id/-/ https://icecenter.itb.ac.id/-/ https://d3pjk.feb.unri.ac.id/-/ https://demo.polman-bandung.ac.id/-/ https://pkm.uika-bogor.ac.id/public/-/ https://stkip-amlapura.ac.id/-/ https://bp3n.webunsa.ac.id/-/ https://ftb.uajy.ac.id/-/ http://jambs.poltekkes-mataram.ac.id/-/