পরিচ্ছন্নতা শাখা

পরিচ্ছন্নতা শাখার কাজঃ

নগরী পরিচ্ছন্ন রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য দায়িত্ব পালন করে স্বাস্থ্য বিভাগের অন্তর্গত পরিচ্ছন্ন শাখা । রামগতি পৌরসভার বিভিন্ন জরিপের তথ্যমতে পৌরসভায় প্রতিদিন প্রায় ১ টন বর্জ্য উৎপাদন হয় । নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও উন্নত করার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল প্ল্যান্ট নির্মাণ করা এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ট্রান্সফার স্টেশন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ইতোমধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমে রামগতি পৌরসভা পরিচ্ছন্ন নগরী হিসেবে চলমান প্রকল্প সহ সকল গণ মানুষের প্রশংসা কুড়িয়েছে ।

কার্যক্রম

১। রাত ৯.৩০ ঘটিকা হতে রাত ১১.৩০ ঘটিকা পর্যন্ত প্রতিদিন সড়ক ঝাড়ু দেওয়া হয় । রাত ১১.৩০ ঘটিকা থেকে রাত ১২.৩০ ঘটিকা পর্যন্ত হ্যান্ড ট্রলি দ্বারা ময়লা আবর্জনা স্থানান্তর করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ বর্জ্য সংগ্রহ টিম শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তা সমূহে বেলা ১১.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত বর্জ্য সংগ্রহ করে থাকেন ।
২। বাসা বাড়ির বর্জ্য সংগ্রহের কাজে পরিচ্ছন্ন কর্মীগণ দুপুর ২.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ১৮টি ভ্যানের মাধ্যমে মোট হোল্ডিংয়ের ৭৫শতাংশ বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে ।
৩। প্রতিদিন নর্দমা পরিস্কার করার জন্য সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত রুটিন মাফিক নিয়মে প্রতিটি নর্দমা ও উন্মুক্ত স্থান সহ পৌর এলাকার ঝোপ ঝাড় ও কঠিন বর্জ্য অপসারনে টিম কাজ করে থাকে ।
৪। ব্যক্তি মালিকানাধীন ও প্রতিষ্ঠানের সেফটি ট্যাংকি পরিষ্কার করনের ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে পরিষ্কার করনের কাজ চলমান রয়েছে ।

বিশেষ নির্দেশনা

সেবার মানোন্নয়নে নগরবাসীর নিকট প্রত্যাশা

১। দৈনিক উৎপাদিত আবর্জনা সময় মতো রিক্সাভ্যান চালকের নিকট হস্তান্তর কিংবা নিকটস্থ পৌরসভা নির্ধারিত স্থানে ফেলা ।
২। নর্দমার নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে নর্দমা সমূহে ময়লা আবর্জনা না ফেলে প্রতিবন্ধকতামুক্ত রাখা ।
৩। যান চলাচলের সড়ক, ফুটপথ সহ সর্ব সাধারণের ব্যবহারের জায়গা অবৈধ দখলমুক্ত রাখা ।

সেবা সরবরাহের সময়সীমা

রামগতি পৌরসভা কর্তৃক অভিযোগ গ্রহণের ৪/৫ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আবর্জনা অপসারণ ।

পরিচ্ছন্নতা বিভাগের-পরিচ্ছন্নতা শাখা
ক্রঃ নংসেবাসমূহসেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়াসেবার মূল্যসময়সীমাদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. পৌর এলাকার
রাস্তা, হাট-বাজার, মাঠসমূহ ঝাড়ু দেওয়া
 পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ীবিনা মূল্যেরাত ৯.৩০ ঘটিকা থেকে ভোর ৪.০০ ঘটিকা পর্যন্তকঞ্জারভেন্সী ইন্সপেক্টর
জনাব মোঃ মিজানুর রহমান
মোবাইল: ০১৯-৯১৫২-৭০৬০
২. নর্দমা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ীবিনা মূল্যেভোর ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত
৩. কঠিন আবর্জনা অপসারণ পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ীবিনা মূল্যেভোর ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত

পরিচ্ছন্নতা কার্যক্রমকে গতিশীল, আধুনিক ও পরিবেশ বান্ধব করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম

১। স্থায়ীভাবে পরিবেশ বান্ধব বর্জ্য ট্রান্সফার স্টেশন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ১টি করে ট্রান্সফার স্টেশন তৈরি করা।
২। আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন তৈরি করার লক্ষ্যে জমি অধিগ্রহনের কার্যক্রম চলমান রয়েছে ।
৩। পৌর এলাকার সকল বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল ওয়ার্ডে বিস্তৃত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন
https://medifastweightlossaustintx.com
https://metalzipperfactory.com
https://originalamsterdamtours.com
https://hobbyairporthou.com
https://airportbradley.com
https://neworleansairportmsy.com
https://gentlebreezeloansinc.com
https://lamaisonhatley.com
https://bilianllc.com
https://starlitenewsng.com
https://thebuilderhero.com
https://promstyling.com
https://aluextrusionprofiles.com
https://racing-gaming.com
https://probusinessmagazine.com