পরিচ্ছন্নতা শাখার কাজঃ
নগরী পরিচ্ছন্ন রাখা ও বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য দায়িত্ব পালন করে স্বাস্থ্য বিভাগের অন্তর্গত পরিচ্ছন্ন শাখা । রামগতি পৌরসভার বিভিন্ন জরিপের তথ্যমতে পৌরসভায় প্রতিদিন প্রায় ১ টন বর্জ্য উৎপাদন হয় । নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও উন্নত করার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল প্ল্যান্ট নির্মাণ করা এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ট্রান্সফার স্টেশন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে । ইতোমধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমে রামগতি পৌরসভা পরিচ্ছন্ন নগরী হিসেবে চলমান প্রকল্প সহ সকল গণ মানুষের প্রশংসা কুড়িয়েছে ।
কার্যক্রম
১। রাত ৯.৩০ ঘটিকা হতে রাত ১১.৩০ ঘটিকা পর্যন্ত প্রতিদিন সড়ক ঝাড়ু দেওয়া হয় । রাত ১১.৩০ ঘটিকা থেকে রাত ১২.৩০ ঘটিকা পর্যন্ত হ্যান্ড ট্রলি দ্বারা ময়লা আবর্জনা স্থানান্তর করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ বর্জ্য সংগ্রহ টিম শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তা সমূহে বেলা ১১.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬.০০ ঘটিকা পর্যন্ত বর্জ্য সংগ্রহ করে থাকেন ।
২। বাসা বাড়ির বর্জ্য সংগ্রহের কাজে পরিচ্ছন্ন কর্মীগণ দুপুর ২.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত ১৮টি ভ্যানের মাধ্যমে মোট হোল্ডিংয়ের ৭৫শতাংশ বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে ।
৩। প্রতিদিন নর্দমা পরিস্কার করার জন্য সকাল ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত রুটিন মাফিক নিয়মে প্রতিটি নর্দমা ও উন্মুক্ত স্থান সহ পৌর এলাকার ঝোপ ঝাড় ও কঠিন বর্জ্য অপসারনে টিম কাজ করে থাকে ।
৪। ব্যক্তি মালিকানাধীন ও প্রতিষ্ঠানের সেফটি ট্যাংকি পরিষ্কার করনের ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে পরিষ্কার করনের কাজ চলমান রয়েছে ।
বিশেষ নির্দেশনা
সেবার মানোন্নয়নে নগরবাসীর নিকট প্রত্যাশা
১। দৈনিক উৎপাদিত আবর্জনা সময় মতো রিক্সাভ্যান চালকের নিকট হস্তান্তর কিংবা নিকটস্থ পৌরসভা নির্ধারিত স্থানে ফেলা ।
২। নর্দমার নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিতের লক্ষ্যে নর্দমা সমূহে ময়লা আবর্জনা না ফেলে প্রতিবন্ধকতামুক্ত রাখা ।
৩। যান চলাচলের সড়ক, ফুটপথ সহ সর্ব সাধারণের ব্যবহারের জায়গা অবৈধ দখলমুক্ত রাখা ।
সেবা সরবরাহের সময়সীমা
রামগতি পৌরসভা কর্তৃক অভিযোগ গ্রহণের ৪/৫ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আবর্জনা অপসারণ ।
পরিচ্ছন্নতা বিভাগের-পরিচ্ছন্নতা শাখা | |||||
ক্রঃ নং | সেবাসমূহ | সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া | সেবার মূল্য | সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
১. | পৌর এলাকার রাস্তা, হাট-বাজার, মাঠসমূহ ঝাড়ু দেওয়া | পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ী | বিনা মূল্যে | রাত ৯.৩০ ঘটিকা থেকে ভোর ৪.০০ ঘটিকা পর্যন্ত | কঞ্জারভেন্সী ইন্সপেক্টর জনাব মোঃ মিজানুর রহমান মোবাইল: ০১৯-৯১৫২-৭০৬০ |
২. | নর্দমা পরিস্কার | পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ী | বিনা মূল্যে | ভোর ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত | |
৩. | কঠিন আবর্জনা অপসারণ | পরিচ্ছন্নতা কর্মী দ্বারা দৈনিক কর্মসূচী অনুযায়ী | বিনা মূল্যে | ভোর ৮.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত |
পরিচ্ছন্নতা কার্যক্রমকে গতিশীল, আধুনিক ও পরিবেশ বান্ধব করার লক্ষ্যে গৃহীত কার্যক্রম
১। স্থায়ীভাবে পরিবেশ বান্ধব বর্জ্য ট্রান্সফার স্টেশন করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ১টি করে ট্রান্সফার স্টেশন তৈরি করা।
২। আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন তৈরি করার লক্ষ্যে জমি অধিগ্রহনের কার্যক্রম চলমান রয়েছে ।
৩। পৌর এলাকার সকল বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ কার্যক্রম সফল করার লক্ষ্যে সকল ওয়ার্ডে বিস্তৃত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।