প্রকৌশল বিভাগ

প্রকৌশল শাখার কাজঃ

সহকারী প্রকৌশল (সিভিল):

১। তিনি পৌরসভার নিবার্হী প্রকৌশলীর তত্ত্ববধানে থেকে তার দায়িত্ব পালন করবেন। ‍”খ” শ্রেনীর পৌরসভার ক্ষেত্রে তিনি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন।

২। তিনি পৌরসভার সকল উন্নয়ণ, মেরামত, রক্ষনাবেক্ষন কাজে এবং পৌর এলাকা সম্প্রসারণ, শহর পরিকল্পনা, বস্তি উন্নয়ণ ইত্যাদি কাজে নিবার্হী প্রকৌশলীকে সহযোগিতা করবেন।

৩। তিনি নিবার্হী প্রকৌশলীর নিদের্শ  অনুযায়ী পৌরসভার উন্নয়ণ, কাজের ডিজাইন, প্রাক্কলন প্রস্তুত, বাস্তবায়ন এবং এর গুনগতমান রক্ষার দায়িত্ব পালন করবেন।

৪। তিনি পৌরসভার সকল অবকাঠামোর ইনভেন্টরী, ডাটাবেজ, ম্যাপ, মাষ্টারপ্লান, ড্রেনেজ প্ল্যান, টপোগ্রাফী প্ল্যান প্রস্তুত এবং তা কম্পিউটারাইজড করার ব্যবস্থা নিবেন।

৫। তিনি পৌরসভার সকল পূর্ত ও অন্যান্য কাজ তদারকি করবেন এবং পরিদর্শক করবেন।

৬। তিনি গুদামজাতকৃত মালামালের সময়মত পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা করবেন।

৭। তিনি তার অধীনস্থ কর্মচারীদের কাজ পরির্দশন, পর্যবেক্ষণ করবেন এবং নিবার্হী প্রকৌশলীকে অবিহ করবেন।

৮। তিনি বছরান্তে কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ করবেন।

৯। তিনি পৌরসভার অভ্যন্তরে অবস্থিত যে কোন ধ্বংসোম্মুখ, পতনোম্মুখ দালান-কোডা, প্রতিষ্ঠান, স্ট্রাকচার ইত্যাদি পরিদর্শন পূর্বক তালিকা প্রস্তুত করে দাখিল করবেন, যাতে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ  যথাসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারে।

১০। তিনি কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

১। তিনি পৌরসভার সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে থেকে তার দায়িত্বসমূহ পালন করবেন।

২। তিনি সকহারী প্রকৌশলীর পরামর্শ ও দিক নির্দেশনা অনুযায়ী উন্নয়ণ এবং রক্ষণাবেক্ষণ কাজের প্রাক্কলন প্রস্তুত করবেন।

৩। যে কোন পূর্ত কাজ এর সিডিউল, ড্রয়িং, স্পেসিফিকেশন অনুসারে যাতে গুনগত মান সহ সম্পন্ন হয় সে জন্য তিনি সঠিক ভাবে কাজের তত্বাবধান করবেন এবং সাইট বুক-এ মন্তব্য লিপিবদ্ধ করবেন।

৪। তিনি প্রকল্পের পরিমাপ বই (Measurement Book) যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিয়মিত পরীক্ষা করবেন এবং (Bookstore) এ মন্তব্য স্বাক্ষরক করবেন।

৫। বিভাগীয় কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় মালামালের জমা-খরচ ও কাজের দৈনিন্দন খরচের হিসাব সংরক্ষণ করে সহকারী প্রকৌশলীকে অবহিত করবেন।

৬। তিনি তার দায়িত্বাধীন যাবতীয় মালামাল, নথি পত্র নকশা, বই পুস্তক ইত্যাদি যথাযথভাবে সংরক্ষনের জন্য দায়ী থাকবেন।

৭। তিনি কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন
https://medifastweightlossaustintx.com
https://metalzipperfactory.com
https://originalamsterdamtours.com
https://hobbyairporthou.com
https://airportbradley.com
https://neworleansairportmsy.com
https://gentlebreezeloansinc.com
https://lamaisonhatley.com
https://bilianllc.com
https://starlitenewsng.com
https://thebuilderhero.com
https://promstyling.com
https://aluextrusionprofiles.com
https://racing-gaming.com
https://probusinessmagazine.com