পৌর বাজার শাখাঃ
(১) পৌরসভার দোকান সমূহের ভাড়া যথাযথ ভাবে আদাযের কার্যক্রম গ্রহণ।
(২) ভাড়া আদায়কৃত অর্থ দৈনন্দিন পৌর তহবিলে জমা নিশ্চিত করনের যথাযথ কার্যক্রম গ্রহণ।
(৩) বাজারের দোকান ঘর বরাদ্দ সংক্রান্ত হিসাবাদি সংরক্ষনের কার্যক্রম গ্রহন।
(৪) হাট-বাজার,ফেরীঘাট,কশাইখানা,খোয়াড় সৌচাগার, জলমহল,টার্মিনাল,প্রভৃতির বাৎসরিক ইজারা বন্দোবস্তের
সকল কার্যক্রম গ্রহন ও সরকারী নীতি মালা মোতাবেক বাস্তবায়নের ব্যবস্থা গ্রহন।
(৫) আদায়কৃত সকল অর্থের হিসাবাদি সংশিষ্ট রেজিষ্টারে সংরক্ষনের কার্যক্রম গ্রহণ।
(৬) দোকানের ভাড়া আদায় সংক্রান্ত বিষয়ে কম্পিউটারাইজড বিল প্রদানের কার্যক্রম গ্রহণ।
(৭)বিবিধ প্রয়োজণীয় অন্যান্য বিষয়ে কার্যক্রম গ্রহণ।