একনজরে ট্রেড লাইসেন্স শাখা:
রামগতি পৌরসভা এলাকায় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স গ্রহনের ক্ষেত্রে ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গার বৈধতা সর্ম্পকিত কাগজ পত্র এবং ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পূর্বের লাইসেন্স এর কপিসহ নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে
প্রশাসন বিভাগের ট্রেড লাইসেন্স শাখা | |||||
ক্রঃ নং | সেবাসমূহ | সেবা সরবরাহ/সেবা প্রাপ্তির প্রক্রিয়া | সেবার মূল্য | সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
১. | ট্রেড লাইসেন্স | নির্ধারিত ফরমে মেয়র মহোদয় বরাবর আবেদন | আদর্শ তফসিল কর মোতাবেক | ৭ দিন | মুহাম্মদ আবদুল হান্নান, লাইসেন্স পরিদর্শক, মোবাইলঃ ০১৬-২৮৫৬-৫৮৫০ |
২. | যানবাহন লাইসেন্স ,রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ীর লাইসেন্স প্রদান ও নবায়ন (মালিক ও চালক) | ঐ | ৭ দিন |
১। পৌরসভার সচিবের তত্ত্বাবধানের তিনি লাইসেন্স শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন।
২। তিনি পৌরসভা কর্তৃক লাইনন্সেস ফিস আদায় সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এবং সকল প্রকার লাইসেন্স ইস্যু,নবায়ণ ফিস আদাযের জন্য দায়ী থাকবেন।
৩। তিনি পৌর এলাকায় বৈধ এবং অবৈধ ব্যবসায়ী পেশাজীবি প্রতিষ্ঠান ইত্যাদির ঠিকানাসহ তালিকা হালনাগাদ সংরক্ষণ করবেন ও অবৈধ ব্যবসায়ী, পেশাজীবিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহন করবেন এবং কর্তৃপক্ষকে অবিহিত করবেন।
৪। তিনি পৌর পরিষদে কিংবা মাসিক সমন্বয় সভায় আলোচনার জন্য লাইসেন্স ফিস সংক্রান্ত বিবরনী তৈরী করবেন।
৫। লাইসেন্স শাখার সকল নথি পত্র তার মাধ্যমে উপস্থাপিত হবে।
৬। তিনি লাইসেন্স শাখার সকল রেকর্ড নথি-পত্র হেফাজতের জন্য দায়ী থাকবেন।
৭। তিনি লাইসেন্স শাখার কর্মচারীদের ছুটির সুপারিশ করবেন।
৮। তিতিন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যা্ন্য সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।