লক্ষ্মীপুরের নতুন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ

লক্ষ্মীপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দকে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষর করেন।

আনোয়র হোসেন তিনি বিসিএস ২২ তম ব্যাচের কর্মকর্তা। বতমানে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন অঞ্জন চন্দ্র পাল। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

নিয়মিত পানির বিল পরিশোধ করুন * আপনার সন্তানকে টিকা দিন * আপনার শহর পরিচ্ছন্ন রাখুন * নিয়মিত পৌর  কর পরিশোধ করুন
betseru http://159.223.47.245